December 6, 2025
Sanjay roy 3

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে ফাঁসি চেয়েছেন ধৃত সঞ্জয়।

এবার জানা যাচ্ছে, বারবার নিজের বয়ান পরিবর্তন করছেন অভিযুক্ত। জিজ্ঞাসাবাদ চলাকালীন নাকি বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করছেন তিনি। ঘটনার দিন হাসপাতালে যাওয়ার সময়, যাওয়ার কারণ, সেমিনার রুমে যাওয়ার সময়, যাওয়ার কারণ নিয়ে নাকি অসঙ্গতিপূর্ণ জবাব দিচ্ছেন সঞ্জয়।

সিবিআই জেরায় ধৃত সিভিক ভলেন্টিয়ার একবার দাবি করেন, ঘটনার দিন তিনি নাকি সেমিনার রুমে প্রবেশ করেননি। স্রেফ উঁকি মেরে দেখেছিলেন। আবার পরে বলেন, সেমিনার রুমে তিনি কাউকে দেখতে পাননি। ঘটনাস্থলে তাঁর ব্লুটুথ হেডফোন কীভাবে এল, এই নিয়ে কোনও জবাব দেননি। সিবিআই মনে করছে, তাঁর পলিগ্রাফ টেস্ট হওয়া অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *