December 6, 2025
Sandip ghosh 3

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় শিরোনামে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা ৬ দিন ধরে সিবিআই জেরার সম্মুখীন হচ্ছেন। এর মাঝেই আচমকা কলকাতা হাইকোর্টের ছুটলেন তিনি।

সন্দীপের দাবি, তাঁর পরিবারকে নিশানা করা হচ্ছে। তাই এবার পরিবারের নিরাপত্তার আর্জি জানিয়ে মামলা করেছেন তিনি। আজ দুপুর ২টো নাগাদ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে শুনানি হবে। এর আগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ বলেছিলেন, তাঁকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হতে হচ্ছে।

এবার দাবি করলেন, তাঁর পরিবারও রেহাই পাচ্ছেন না। স্ত্রী, বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে থাকেন তিনি। এখন তাঁদেরও টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ। এদিকে জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডে সন্দীপ যে বয়ান দিয়েছেন তাতে কোনও ভাবেই সন্তুষ্ট হতে পারছে না সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *