December 22, 2024

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় শবাগারে দুর্নীতিতে সন্দীপের মুখ্য সহায়তাকারী হিসেবে উঠে এসেছিল হাসপাতালেরই আর এক ডাক্তার দেবাশিস সোমের নাম।

আরজি কর ঘটনায় সিবিআই জেরার মুখে পড়েছেন দেবাশিস। আর্থিক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেবাশিসের বাড়িতেও হানা দিয়েছিল। বর্তমানে তিনিই অতি সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। জানা যাচ্ছে, বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন আরজি কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের এই চিকিৎসক।

এরপর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি, চলছে বাইপ্যাপ। দেবাশিসের অবস্থা অতি সংকটজনক। দেবাশিসের বিরুদ্ধে অভিযোগ, আরজি করের শবাগারে যে দুর্নীতির চক্র চলতো, তাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের প্রধান শাগরেদ ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *