মহারাষ্ট্রে বড়সড় ট্রেন দুর্ঘটনা। ট্রেনে আগুন লেগেছে, এই আতঙ্ক ছড়িয়ে পড়ার পর অনেকে আতঙ্কে ঝাঁপ মারেন। পুষ্পক একেস্প্রেসের ঘটনা। সেইসময় অপর ট্র্যাক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস ট্রেন বহু যাত্রীকে পিষে দেয় বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। মহারাষ্ট্রের জলগাঁওয়ের কাছের ঘটনা। বেশ কয়েকজন যাত্রীর প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিকভাবে খবর পাওয়া যায়, পুষ্পক এক্সপ্রেসে যাত্রীদের মধ্যে হঠাৎ করে আগুন লেগেছে বলে আতঙ্ক ছড়ায়। সেই সময় প্রাণ-বাঁচাতে আতঙ্কে তাঁরা ট্রেন থেকে রেললাইনে ঝাঁপ মারতে শুরু করেন। একই সময়ে অপর ট্র্যাকে আসছিল কর্ণাটক এক্সপ্রেস ট্রেন। যাত্রীরা ঝাঁপ মারার সময়ই অপর ট্রেন চলে আসায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বড়সড় এই দুর্ঘটনাটি এদিন বিকালে ঘটে মহারাষ্ট্রের জলগাঁওয়ে। লখনৌ থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল পুষ্পক এক্সপ্রেস। প্রাথমিকভাবে, পুষ্পক এক্সপ্রেসের বেশ কয়েকজন যাত্রীকে কর্ণাটক এক্সপ্রেস ধাক্কা মারে বলে সংবাদ সংস্থা ANI সূত্রের খবর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা।
