December 6, 2025
ronaldo 1

উয়েফা নেশন্‌স লিগের ফাইনালে আবার উঠল পর্তুগাল। প্রথম বার ২০১৯ সালে এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল তারা এবং ট্রফিও জিতেছিল। ছয় বছর পর আবার সেই ট্রফির লড়াইয়ে নামবে তারা। বুধবার পর্তুগাল জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে ।

৪০ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করে দেশকে জিতিয়েছেন । প্রথমার্ধে অবশ্য পর্তুগালের উপর দাপট দেখিয়েছে জার্মানিই। তারা ঘরের মাঠ মিউনিখে খেলতে নেমেছিল। কিন্তু একাধিক বার গোলের সুযোগ পেয়েও এগিয়ে যেতে পারেনি জার্মানি। আর তার নেপথ্যে পর্তুগালের গোলকিপার দিয়োগো কোস্তা। তিনি চার মিনিটের মাথায় লিয়ন গোরেৎজ়কার শট বাঁচান। এর পর নিক উল্টারমেডের শট আটকান। আবার গোরেৎজ়‌কার একটি প্রয়াস বাঁচিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এগিয়ে যায় জার্মানি।ফ্লোরিয়ান উইর্ৎজ় জোশুয়া কিমিখের পাস থেকে গোল করেন । তবে তখনও বোঝা যায়নি পর্তুগাল ম্যাচে ফিরতে পারে।

৬৩ মিনিটের মাথায় জোরালো শটে গোল করেন ফ্রান্সিসকো কনসিসাও। আর ঠিক পাঁচ মিনিট পর রোনাল্ডো গোল করেন। বাঁ দিক থেকে আসা নুনো মেন্দেসের পাস গোলে ঠেলে দেন রোনাল্ডো। সমতা ফেরানোর সুযোগ পায় জার্মানি। জার্মান গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন শেষ পর্বে এসে একটি দারুণ সেভ করে পর্তুগালের জয়ের ব্যবধান বাড়তে দেননি। ২৫ বছর পর আবার জিতল পর্তুগাল। প্রথম বার জার্মানির মাটিতে তাদের হারাল তারা। ম্যাচের পর পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস রোনাল্ডোর প্রশংসা করেছেন । তার মতে, যারা রোজ উন্নতি করতে চায়, শক্তিশালী হয়ে চায় এবং সেরাটা দিতে চায় তাদের কাছে রোনাল্ডো একটা উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *