ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা আইসিসি পুরুষদের একদিনের ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থান অর্জন করেছেন। ৩৮ বছর বয়সে তিনি এই কৃতিত্ব অর্জন করে ভারতের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যাটার হিসেবে এক নম্বর স্থানে পৌঁছানোর নজির গড়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওডিআই সিরিজে রোহিত শর্মার দুর্দান্ত পারফরম্যান্স এই র্যাঙ্কিং পরিবর্তনের মূল কারণ। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে ৭৩ রানের ইনিংসের পর সিডনিতে তৃতীয় ও শেষ ম্যাচে তিনি অপরাজিত ১২১ রান করেন, যেখানে ১৩টি চার ও ৩টি ছক্কা মারেন। এই ইনিংসের মাধ্যমে তিনি ভারতকে ৯ উইকেটে জয় এনে দেন এবং সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এই পারফরম্যান্সের ফলে রোহিত শর্মা আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও ভারতের অধিনায়ক শুভমান গিলকে পেছনে ফেলে ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে পৌঁছান। ইব্রাহিম জাদরান ৭৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং শুভমান গিল ৭৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
রোহিত শর্মা এর আগে ২০১৮ সালে দ্বিতীয় স্থানে উঠেছিলেন, কিন্তু এবারই প্রথম তিনি একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটার হিসেবে স্বীকৃতি পেলেন। এই অর্জনের মাধ্যমে তিনি সচিন তেন্ডুলকার, এমএস ধোনি, বিরাট কোহলি ও শুভমান গিলের মতো কিংবদন্তিদের তালিকায় যুক্ত হলেন, যারা একদিনের ক্রিকেটে এক নম্বর ব্যাটার ছিলেন।
