December 6, 2025
dr hemant biswa sarma 2

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। নাগাল্যান্ড ও অসমের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী — নেইফিউ রিও (নাগাল্যান্ড) ও হিমন্ত বিশ্ব শর্মা (অসম) — সম্মত হয়েছেন যে, বিতর্কিত সীমান্ত অঞ্চল-এ সমস্ত উন্নয়নমূলক কার্যক্রম যৌথভাবে পরিচালিত হবে।

এর আওতায় বৃক্ষরোপণ থেকে শুরু করে অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলিও থাকবে। নাগাল্যান্ডের মুখ্যসচিবের দফতর থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি দুই মুখ্যমন্ত্রীর মধ্যে গঠনমূলক আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সীমান্ত অঞ্চলে শান্তি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার লক্ষ্যে দুই রাজ্য সম্প্রতি যৌথভাবে অবৈধ দখলদারিত্ব সরানোর অভিযান চালিয়েছে। এটি উভয় পক্ষের সমন্বিত মনোভাবের স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *