গুয়াহাটি, ৫ জুলাই ২০২৫ — কাজিরাঙা জাতীয় উদ্যানের অ্যান্টি-পোচিং ক্যাম্পগুলোর পরিকাঠামো উন্নয়নে ৫.৩ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা করল বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ ‘মহারত্ন’ সংস্থা আরইসি লিমিটেড। এই সহায়তা সংস্থার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) প্রকল্পের আওতায় প্রদান করা হচ্ছে।
এই অর্থে উদ্যানে ছড়িয়ে থাকা ১২০টিরও বেশি অ্যান্টি-পোচিং ক্যাম্পে সৌরবিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জলের সুবিধা উন্নত করা হবে। এর ফলে দুর্গম এলাকায় কর্মরত বনকর্মীদের জীবনযাত্রার মান যেমন উন্নত হবে, তেমনি চোরাশিকার রোধে নজরদারিও আরও কার্যকর হবে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই উদ্যোগের জন্য আরইসি-কে ধন্যবাদ জানিয়ে বলেন, “কাজিরাঙার মতো ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংরক্ষণে এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
কাজিরাঙা জাতীয় উদ্যান একশৃঙ্গ গণ্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, বন্য মহিষসহ বহু বিপন্ন প্রজাতির আবাসস্থল। বনকর্মীরা প্রতিনিয়ত কঠিন পরিস্থিতিতে চোরাশিকার রুখতে কাজ করেন। এই নতুন অর্থসাহায্য তাঁদের জন্য এক বড় সহায়ক শক্তি হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
আরইসি লিমিটেড, পূর্বতন রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন, দেশের বিদ্যুৎ খাতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এই ধরনের CSR প্রকল্প তাদের দায়িত্বশীল ভূমিকারই প্রতিফলন।
