ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। কাপুর খানদানের বংশধর। মাত্র 41 বছর বয়সী। তার মুখে মৃত্যু! সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেছেন যে তিনি এখন মৃত্যুকে ভয় পান। আর সব তার মেয়ে রাহার কারণে।
২০২২ সালের এপ্রিলে আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রণবীর। ওই বছরের নভেম্বরে তাদের মেয়ে রাহার জন্ম হয়। তখন প্রায় দুই বছরের মেয়ে। সন্তানের জন্মের পর থেকে একটি কাজ নিয়েই ব্যস্ত আলিয়া। সেই সময় বাবা রণবীরের দায়িত্ব মেয়ের দেখাশোনা করা। বেশিরভাগ সময়ই মেয়ের সঙ্গে দেখা যায় রণবীরকে। সম্প্রতি মেয়ের কথা ভেবে শখ ছেড়ে দিয়েছেন তিনি। রাহার জন্মের পর ধূমপান ছেড়ে দেন এই অভিনেতা।
রাহা ইতিমধ্যে নড়বড়ে পায়ে হাঁটতে শিখেছে। আলিয়া নিজেই ‘স্বামী’ রণবীরের চেয়ে ‘বাবা’ রণবীরকে পছন্দ করেন। এবার তার মেয়ে রাহার জন্মদিনের আগেই ধূমপান ও মদ্যপান ছেড়ে দিলেন অভিনেতা। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, রাহার স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রণবীর আরও বলেন, “একটা সময় ছিল, যখন আমি ভেবেছিলাম আমি 71 বছরের বেশি বাঁচতে চাই না। কিন্তু এখন আমি এটা নিয়ে আর ভাবি না, আমাকে বাঁচতে হবে। মৃত্যুর ভয় আমার মধ্যে কাজ করছে। রাহার জন্মের পর থেকে এই 40 বছরে, আমি 17 বছর বয়স থেকে ধূমপান করছি, কিন্তু আমার মেয়ের জন্মের পর থেকে আমি সমস্ত অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ করেছি’।