December 6, 2025
pst 4

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ বিমানে করে দিল্লি বিমানবন্দরে নামামাত্রই তাহাউর রানাকে গ্রেপ্তার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এরপর বৃহস্পতিবার মধ্যরাতে তাঁকে হাজির করানো হয় দিল্লির পটিয়ালা হাউস কোর্টের বিশেষ এনআইএ আদালতে। রানাকে ২০ দিনের জন্য নিজেদের হেপাজতে নেওয়ার আর্জি জানায় এনআইএ। বিচারক রানার ১৮ দিনের এনআইএ হেপাজতের নির্দেশ দেন।

পাক বংশোদ্ভূত এই কানাডিয়ান ব্যাবসায়ী এতদিন লস অ্যাঞ্জেলেসের জেলে বন্দি ছিল। বুধবার মার্কিন মুলুক থেকে ‘জি৫৫০ জেট’ নামের বিশেষ একটি বিমানে রানাকে ভারতের উদ্দেশ্যে রওনা করানো হয়। পথে বিমানটি বুধবার রাত সাড়ে ৯ টা নাগাদ অবতরণ করে রোমানিয়ার বুখারেস্টে। সেখানে ১১ ঘন্টা দাড়ানোর পর বৃহস্পতিবার ভারতীয় সময় ৮ টা ৪৫ মিনিটে বিমানটি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা ৬ টা নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে নামে। এরপরেই এনআইএ-র তরফে তাঁকে গ্রেপ্তার করার পর বিবৃতি দিয়ে বলা হয় যে, “২৬/১১ মুম্বই জঙ্গি হানার মূলচক্রী তাহাউর হুসেন রানাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে বৃহস্পতিবার। বেশ কয়েক বছর ধরেই ২০০৮ সালের ওই ঘটনার মূল ষড়যন্ত্রীকে বিচারের আওতায় আনার জন্য চেষ্টা চলছিল।” প্রাথমিকভাবে জানা গিয়েছে রানাকে দিল্লির তিহাড় জেলে রাখা হবে। সেই কারণে সেখানকার নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *