December 6, 2025
AAJ 1

কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স বন্ধ করার উদ্যোগ নিতে গিয়ে চরম হিংসার শিকার হলেন এক ওসি। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের বিসর্জন অনুষ্ঠানে। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় শোভাযাত্রায় অতিরিক্ত শব্দদূষণ ও যানজটের পরিস্থিতি তৈরি হওয়ায় ওসি স্বয়ং মাইকে অনুরোধ জানান সাউন্ড বক্স বন্ধ করতে। উদ্যোক্তারা নির্দেশ অমান্য করলে ওসি গাড়িতে তৈরি মঞ্চে উঠে নিজেই সাউন্ড সিস্টেম বন্ধ করে দেন।

এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ক্ষুব্ধ পুজো উদ্যোক্তাদের একাংশ ওসি-কে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে কিল, চড়, ঘুষি ও লাথি মেরে রাস্তায় ফেলে নির্মম মারধর করে। ওই ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুজো উদ্যোক্তাদের মধ্যে থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে উদ্যোক্তাদের পাল্টা অভিযোগ — ওসি নাকি শোভাযাত্রায় থাকা সঙ্গীতশিল্পীকে নিগ্রহ করেছিলেন, তাই উত্তেজনা ছড়ায়।

ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ত্রিপুরা পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *