বারংবার একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বিরুদ্ধে, তিপরা মথা দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয় বিশ্রামগঞ্জে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার সম্পূর্ণ সমর্থন জানিয়ে বিশ্রামগঞ্জ বাজার থেকে সিপাহীজলা জেলাশাসক অফিস পর্যন্ত দুপুরে তিপরা মথা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।
মিছিল শেষে এই দিনে সিপাহীজলা জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জসওয়ালের নিকট তাদের দাবি সনদ তুলে দেন। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ডেপুটেশন কালে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কলয়, বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক সুবোধ দেববর্মা, এমডিসি উমাশঙ্কর দেববর্মা, গনেশ দেববর্মা, চড়িলাম তিপা মথা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা,টাকারজলা ত্রিপা মথা ব্লক প্রেসিডেন্ট অমৃত দেববর্মা, বিশ্রামগঞ্জ সাব জোনাল চেয়ারম্যান সঞ্জীব দেববর্মা,তিপা মথা দলের ডি ডব্লিউ এফ এবং টি ওয়াই এফ,-র কর্মী সমর্থকরা।
এদিনে জেলাশাসক জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য প্রশাসন তা সুষ্ঠুভাবে পালন করছে। সিপাহীজলা জেলা প্রশাসন সেই গতিতে কাজ করে যাচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধভাবে পারাপার নিয়ে অনেকটাই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন।
