December 6, 2025
strick

শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাইকর্মীরা। বৃহস্পতিবার মালদহ মেডিক্যাল কলেজে ঘটনাটি ঘটেছে। মেডিক্যাল কলেজে ১৭০জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। প্রায় ৩০ বছর ধরে তাঁরা কাজ করছেন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে। হঠাৎ করে সরকারের নতুন আইন যাঁরা কাজ করছেন, তাঁদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য ৮মাস সার্টিফিকেট দিতে হবে। কিন্তু সাফাই কর্মীদের দাবি, তারা এতদিন ধরে কাজ করে আসছে কোনরকম সার্টিফিকেট না দিয়েই।

তারা সাফাই কর্মী টিপসই দিয়ে বেতন তোলেন। তারা সার্টিফিকেট কোথায় পাবে। অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন এটি সরকার নতুন নিয়ম করেছে তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে। তাই নিয়ে সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা। পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পুজোর বোনাস তারা পায়নি সে দাবিকে সামনে রেখেও আন্দোলন করছেন অস্থায়ী সাফাইকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *