ভারত ও ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে দুই দিনের সফরে ভুটান পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের সময় প্রধানমন্ত্রী মোদী ও ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগ্যেল ওয়াংচুক যৌথভাবে উদ্বোধন করবেন ১০২০ মেগাওয়াটের পুণতসাংছু-২ হাইড্রোইলেকট্রিক প্রকল্প।
ভারত-ভুটান যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পকে দুটি দেশের শক্তি খাতে সহযোগিতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ভুটানের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে সাথে ভারত-ভুটান জ্বালানি বিনিময় আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের প্রধানমন্ত্রী ত্সেরিং তোবগে-এর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এছাড়াও বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি, তিনি থিম্পুর তাশিচোডজংয়ে গ্লোবাল পিস প্রেয়ার ফেস্টিভ্যাল-এ অংশগ্রহণ করবেন।
এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের ৭০তম জন্মদিনের উদযাপনেও অংশগ্রহণ করবেন, যা দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বের প্রতীক বলে মনে করা হচ্ছে।
