December 22, 2024

এইমুহূর্তে বাংলাদেশের অবস্থা অগ্নিগর্ভ হয়ে রয়েছে। প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে মানুষের। বাংলাদেশের চলমান বিক্ষোভের এই পরিস্থিতিতে চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটি আপাতত শাসকবিহীন অবস্থায় আছে।

হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন সেনা প্রধানই। এরপরই অন্তর্বর্তী সরকার গঠনের কথা জানান তিনি। সেনা প্রধান বলেন, বিএনপি, জামাত সহ আওয়ামি লিগ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গেই ‘সুন্দর আলোচনা’ করে সরকার পরিচালনা করা হবে। সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যদিও সেই দাবি মানতে নারাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সাফ কথা, সেনা সমর্থিত কোনও সরকার তারা মানবে না। রাষ্ট্রপতি শাসনও চলবে না। এই আবহে ফের নিজেদের দাবি নিয়ে সুর চড়ালেন আন্দোলনকারীরা। নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চান বলে স্পষ্ট জানিয়ে দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *