December 6, 2025
12

আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে গ্রাহকরা তাদের সেভিংস, কারেন্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে সর্বোচ্চ চারজন পর্যন্ত নমিনি যুক্ত করতে পারবেন। এই পরিবর্তন ব্যাঙ্কিং ল’জ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৫-এর অধীনে কার্যকর হতে চলেছে।

নতুন নিয়মে গ্রাহকরা নমিনিদের মধ্যে ভাগের অনুপাত নিজেরাই নির্ধারণ করতে পারবেন। অর্থাৎ, মৃত্যুর পর অ্যাকাউন্টের টাকা কোন নমিনি কত শতাংশ পাবেন, তা আগেই নির্দিষ্ট করে রাখা যাবে। এই সুবিধা সিমালটেনিয়াস (একসঙ্গে একাধিক নমিনি) এবং সাকসেসিভ (একজনের পর অন্যজন) নমিনেশন—দু’ভাবেই প্রযোজ্য হবে।

এই পরিবর্তনের ফলে ক্লেম সেটলমেন্ট প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করছে ব্যাঙ্কিং মহল। আগে একজন মাত্র নমিনি রাখার সুযোগ থাকায় অনেক সময় আইনি জটিলতা দেখা দিত। এখন একাধিক নমিনি রাখার ফলে ঝুঁকি কমবে এবং পরিবারে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।

আরবিআই ও অর্থ মন্ত্রকের যৌথ উদ্যোগে এই সংশোধনী আনা হয়েছে, যা এপ্রিল মাসেই প্রস্তাবিত হয়েছিল। এখন তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে নভেম্বর থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *