December 6, 2025
rg kar

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যত সময় গড়াচ্ছে আরও জোড়ালো হচ্ছে প্রতিবাদ। বাংলার পর এবার এ বার দেশজোড়া অনশনের ডাক দিল আইএমএ।

পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন‌ের সমর্থনে ১২ঘণ্টা অনশনে বসতে চলেছেন দেশের সব রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। এদিন আইএমএ (মুখ্য দফতর) তরফে আইএমএ-র সমস্ত রাজ্য ও আঞ্চলিক শাখার প্রধানদের এই বিষয়ক নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে বাংলার চিকিৎসক আন্দোলনের সংহতিতে এ বার গোটা দেশে ১২ ঘণ্টার জন্য অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা।

এই কর্মসূচিকে নেতৃত্ব দিতে চলেছে আইএমএ জেডিএন (জুনিয়র ডক্টর্‌স নেটওয়ার্ক) এবং আইএমএ এমএসএন (মেডিক্যাল স্টুডেন্ট্‌স নেটওয়ার্ক)-এর সদস্যেরা। সমস্ত মেডিক্যাল কলেজ ও হস্টেলগুলিতে অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *