বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে কঙ্কালসার দশা রাজ্যের।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেও দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। যার জেরে বিএড-এ আগ্রহ হারাচ্ছেন পড়ুয়ারা। বিএড কোর্সে ভর্তির ক্ষেত্রে তার প্রভাব স্পষ্ট বোঝা গেল। এ রাজ্যে বিএড কলেজের সংখ্যা ৬২৩টি। তার মধ্যে সরকারি কলেজের সংখ্যা ২৩।
দেখা যাচ্ছে, ২০২৩-’২৫ শিক্ষাবর্ষের তুলনায় ২০২৪-’২৬ শিক্ষাবর্ষে রাজ্যের বিএড কলেজগুলিতে অনেকটাই কমল পড়ুয়ার সংখ্যা। রিপোর্ট বলছে, চলতি শিক্ষাবর্ষে পড়ুয়া ভর্তির সংখ্যা এক ধাক্কায় প্রায় ৭ হাজার কমেছে। শতাংশের হিসেবে যা গত বারের তুলনায় প্রায় ১০ শতাংশ কম।
