December 6, 2025
kolkata-police 1

চালু হতে চলেছে নয়া নিয়ম, রাজ্যের কর্মীদের জন্য কথা চিন্তা করেই এই নয়া ঘোষণা। জানা যাচ্ছে এবার বদলে যাচ্ছে, পুলিশ কর্মীদের পোস্টিং ও বদলি সংক্রান্ত নিয়ম। এবার থেকে পুলিশ কর্মীদের বদলি ও পোস্টিংয়ের জন্য শুধুমাত্র মোবাইল অ্যাপ পিপিএমএস অ্যাপ ও ই-এইচআরএমএস পোর্টাল ব্যবহার করতে হবে।

পুরনো নিয়ম বাতিল হয়ে যাওয়ায় এবার থেকে আর লিখিত আবেদন গ্রহণ করা হবে না। এই নতুন পদ্ধতিতে অর্থাৎ অনলাইনে আবেদন করার সময়সীমা আগামী ১১ এপ্রিল পর্যন্ত ধার্য করা হয়েছে। বিভিন্ন পদের দায়িত্বে থাকা রাজ্যের পুলিশরা এবার থেকে বদলির জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন।

তাঁদের লিখিত আবেদন আর গ্রহণ করা হবে না। এমনকি বাতিল করে দেওয়া হবে তাদের পুরনো আবেদনও। পুলিশদের জন্য এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর আর কোনো লিখিত আবেদন গ্রহণ করা হবে না। শুধু যাঁরা অনলাইনে আবেদন করবেন তাদের আবেদনগুলিই গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *