বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি কাণ্ডে ঠগ বাছতে গাঁ উজাড় হয়েছে। যোগ্য অযোগ্য আলাদা করতে না পেরে ২০১৬-র গোটা প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
এমতাবস্থায় চাকরিহারাদের জায়গায় স্কুল সামাল দিতে আনা হয়েছে অতিথি শিক্ষকদের। ২৬ হাজার চাকরিহারাদের মধ্যে ১৯ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন মুর্শিদাবাদের ধুলিয়ান গার্লস হাইস্কুলের। পড়ে রয়েছেন মোটে ৮ জন শিক্ষিকা। এদিকে স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। আগে স্কুলে ছিল ২৭ জন শিক্ষক। তারপরেও আরো ৪৪ টা পদ খালি ছিল।
কিন্তু শীর্ষ আদালতের একটি রায়ে ১৯ জন শিক্ষকের চাকরি ‘কাট’ হয়ে গিয়েছে। এমতাবস্থায় স্কুল চালাতে গিয়েই অতিথি শিক্ষকদের শরণাপন্ন হয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু তাদের বেতনের অঙ্ক নিয়ে শিক্ষক মহলে শুরু হয়েছে বিতর্ক। মুর্শিদাবাদের ওই স্কুলে ৩ হাজার টাকা করে বেতন দেওয়া হচ্ছে অতিথি শিক্ষকদের।
