December 6, 2025
goverment emply 1

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার রাজ্য সরকারি কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া সংক্রান্ত বিল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে পাঠানোর প্রক্রিয়ায় পরিবর্তন আনল রাজ্য সরকার।

এবার সম্পূর্ণরূপে অনলাইনে হবে বলে জানাল অর্থদপ্তর। জারি হয়েছে বিজ্ঞপ্তি। অর্থদপ্তর জানিয়েছে, আগামী মাস থেকে টি আর-১৮ নম্বর বিলে বেতন সংক্রান্ত নথি অফলাইন অর্থাৎ ফিজিক্যালি পাঠানোর ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। পেনশনের ক্ষেত্রে বিল এজি অফিসের কাছে পাঠানো বন্ধ হয়েছে।

ফিজিক্যাল বিল এজি অফিসে পাঠানো বন্ধ করা হয়েছে। অনলাইনে বিল পাঠানোর যে ব্যবস্থা চালু রয়েছে সেটি চলবে। ই-গভর্ন্যান্স চালু প্রক্রিয়ার মাধ্যমে ফিজিক্যাল বিল পেশ করার ব্যবস্থার বদলে সম্পূর্ণরূপে ডিজিটাল পদ্ধতি চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *