December 6, 2025
train 3

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। নতুন বছরের শুরু থেকেই একের পর এক সুখবর এসে চলেছে সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য।

পূর্ব রেলের তরফ থেকে হাওড়া ও শিয়ালদা ডিভিশনের রেল যাত্রীদের জন্য এল বড় খবর। যারা প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন তারা মান্থলি টিকিট সম্পর্কে অবগত। নিত্য যাত্রীদের অনেকেই একবারে টাকা দিয়ে সারা মাসের জন্য মান্থলি টিকিট করিয়ে রাখেন।

এবারে রেলের তরফ থেকে মান্থলি টিকিট নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ও শিয়ালদা ডিভিশনে এবার থেকে থাকতে চলেছে একটি বিশেষ ব্যবস্থা। যাত্রীরা হাওড়া ও শিয়ালদায় কিউআর কোড ও ইউপিআই মাধ্যম ব্যবহার করে মান্থলি টিকিট কাটতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *