December 23, 2024

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন এখনও পর্যন্ত একমাত্র ধৃত সঞ্জয় রাই। সে পুলিশ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে প্রভাব খাটিয়ে পুলিশের টহলদারি মোটরবাইক নিজের নামে অ্যালট করিয়ে দাপিয়ে বেড়াত।

থানায় জমা না দিয়ে পুলিশের বাইক রাখত নিজের কাছে। সঞ্জয়ের গাড়িটা নাকি কলকাতা পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এক দাবি করেন। এরপরই সঞ্জয়ের বাইক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয় কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ‘কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগ দ্বারা ব্যবহৃত সমস্ত সরকারি যান কমিশনারের নামেই সরকারিভাবে নথিভুক্ত করা হয়’। অর্থাৎ সেই কারণেই সঞ্জয়ের বাইকটিও কলকাতা পুলিশের নামে নথিভুক্ত করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *