ভারতের প্রথম উল্লম্ব উত্তোলন নতুন পম্বন রেল সেতুর রবিবার উদ্বোধন হতে চলেছে৷ ২.১০ কিমি বিস্তৃত এই সেতু, এটি মণ্ডপম এবং রামেশ্বরমকে সংযুক্ত করে। ১০৫ বছরের পুরনো সেতুটিকে সীমাহীন রেল এবং সামুদ্রিক চলাচলের জন্য উন্নত মানের প্রযুক্তি ও অটোমেশনের সঙ্গে রবিবার প্রতিস্থাপন করা হচ্ছে এই সেতুটি৷
মান্নার উপসাগরে পাথর এবং প্রবাল প্রাচীরের উপস্থিতির জন্য বড় আকারের জাহাজ চলতে পারে বলে। ছোট জাহাজ বঙ্গোপসাগর থেকে আরব সাগরের দিকেযাওয়ার ক্ষেত্রে এই পথ দিয়ে যাত্রা করলে দ্রুত গন্তব্যে পৌঁছে যাবে এবং হাতে সময়ও বাঁচবে। ১৯১৪ সালে তৈরি হওয়া পুরনো সেতু শেষ দিকে রুগ্ন হয়ে পড়ায় ২০২২ সালে সেখানে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়েছিল। এবার নতুন প্রযুক্তিতে তৈরি ওই সেতুতে ফের ট্রেন চলবে। এবার উন্নত মানের প্রযুক্তি সাহায্যে তৈরি হয়েছে নতুন সেতু।
রেল সূত্রের খবর, সমুদ্রের উপর নির্মিত নতুন সেতুর উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে ট্রেন ছুটতে পারবে। প্রায় ৫৩১ কোটি টাকা ব্যয়ে তৈরি নতুন পম্বন সেতুর হাত ধরে পর্যটন এবং বাণিজ্য ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে বলেও জানিছেন রেল দপ্তর। প্রসঙ্গত, ২০১৯ সালে নতুন সেতুর পরিকল্পনা করা হয়েছিল। ২০২২ সালে পুরনো পম্বন সেতু বন্ধ করে দেওয়া হয়। নতুন সেতুর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ রাখতে বিশেষ প্রযুক্তি ছাড়াও দিনরাতের কন্ট্রোল রুম থাকছে। নতুন সেতু স্থাপন হওয়ায় ট্রেন চলাচল ব্যবস্থা আরো সুবিধা পণ্য হয়ে উঠেছে এবং বাণিজ্য ব্যবস্থা আর সুবিধা পণ্য হয়ে উঠবে বলে জানা গিয়েছে।
