বেশ কিছু দিন ধরেই চলছিল জল্পনা, অবশেষে শীতকালীন অধিবেশনেই এই নিয়ে শুরু হলো জল্পনা। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন তুমুল হট্টগোল, তীক্ষ্ণ বাকবিনিময় ও একাধিকবার অধিবেশন মুলতবি হওয়ার মধ্যেও সোমবার লোকসভায় সফলভাবে পাশ হলো মণিপুর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০২৫।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি উপস্থাপন করেন। এই আইনটি ৭ অক্টোবর রাষ্ট্রপতি শাসনের সময় জারি করা অধ্যাদেশের পরিবর্তে কার্যকর হবে। অধিবেশন পরিচালনা করেন তেলুগু দেশম পার্টির কৃষ্ণ প্রসাদ তেনেতি।
বর্তমান জিএসটি কাঠামোতে থাকা ৫%, ১২%, ১৮% ও ২৮% করস্ল্যাবকে সরলীকরণ করে কেবলমাত্র দুটি স্তরে—৫% এবং ১৮%—নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিলাসবহুল পণ্যের ওপর ৪০% কর আরোপের কথা বলা হয়েছে, যা জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে গৃহীত সুপারিশের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
