গিরিশ পার্কের এক সোনার দোকানের মালিক পরিচয়ে শ্যামপুকুরের জয়জিৎ দে মুচিপাড়ার এক পাইকারি ব্যবসায়ীর থেকে ২৫০ গ্রাম (প্রায় ২৪ লক্ষ টাকার) সোনা হাতিয়ে নেয় বলে অভিযোগ। পেমেন্ট নিতে যাওয়ার সময় ব্যবসায়ী গিরিশ পার্কের কাছে পৌঁছলে, জয়জিৎ তাঁকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরে প্রতারণা বুঝতে পেরে ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করেন।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির সূত্র ধরে পুলিশ জয়জিৎকে গ্রেপ্তার করে। গাড়িচালক জানান, কয়েক দিন আগে জয়জিৎ গাড়িটি ভাড়া নিয়েছিল। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে ১৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
