অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি মাদক পাচার। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য। মণিপুর রাজ্যজুড়ে সুরক্ষা বাহিনী এবং পুলিশ তাদের অভিযান বাড়িয়েছে, এসময়ে একাধিক সশস্ত্র গোষ্ঠীর ক্যাডার ও মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
এছাড়া, জাতীয় মহাসড়ক ৩৭ দিয়ে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনের নিরাপদ গতিবিধি নিশ্চিত করা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, সুরক্ষা বাহিনীর একটি যৌথ দল ইম্ফল পূর্ব জেলা অন্তর্গত আন্দ্রো পুলিশ স্টেশনের অধীনে আন্দ্রো খারাম লেইকাই থেকে একটি নিষিদ্ধ গোষ্ঠী প্রেপক এর সক্রিয় সদস্য, ফঞ্জৌবাম থাজামনবি দেবী (২২) আলিয়াস চৈবি আলিয়াস মালেমংগানবি, তার বাড়ি থেকে আটক করে।
তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি আধার কার্ড জব্দ করা হয়। মণিপুর পুলিশ হুইকাপ মাখা লেইকাই এর কনথৌজাম রাজেন সিং (৪৮) নামক এক ব্যক্তিকে তার বাড়ি থেকে আটক করেছে, তার কাছ থেকে প্রায় ৬ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সুরক্ষা বাহিনী ইম্ফল পূর্ব জেলা থেকে আরপিএফ/পিএলএ গোষ্ঠীর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে।
