December 6, 2025
KM 1

কলকাতা মেট্রোর নিজস্ব অ্যাপ ‘মেট্রো রাইড কলকাতা’ থেকে এ বার থেকে এক সঙ্গে একাধিক যাত্রীর জন্য কিউআর কোড যুক্ত টিকিট কাটা যাবে। বৃহস্পতিবার থেকে এই বিশেষ সুবিধাটি শুরু হয়েছে। এর আগে মেট্রোর বুকিং কাউন্টার থেকে বিক্রি করা কিউআর কোড যুক্ত টিকিটে ওই সুবিধা চালু করা হয়েছিল। নতুন ব্যবস্থায় যে কোনও যাত্রী তার স্মার্টফোন থেকে অ্যাপের মাধ্যমে অনলাইনে কিউআর কোড যুক্ত টিকিট কাটতে পারবেন। সেই টিকিট মোবাইলে চলে এলে তিনি সহযাত্রীদের সঙ্গ করে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন।

এ ব্যবস্থায় একসঙ্গে সর্বাধিক চার জন যাত্রীর টিকিট কাটা যাবে। তবে, যে যাত্রী মোবাইলের অ্যাপ থেকে কিউআর কোডের টিকিটটি কাটবেন, তাঁকেই সেই মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় গেটের স্ক্যানারের সামনে ধরে অন্য যাত্রীদের ঢোকা ও বেরোনোর ব্যবস্থা করতে হবে। সব যাত্রীরা পেরিয়ে গেলে শেষ বার নির্দিষ্ট কোড স্ক্যান করে ওই যাত্রী নিজে ঢুকতে বা বেরোতে পারবেন। এই টিকিট পরীক্ষামূলক ভিত্তিতে অ্যাপ থেকে কেটে অন্য যাত্রীকে পাঠানোর সুযোগও থাকছে। তবে, সে ক্ষেত্রে যাত্রীদের সকলকে একসঙ্গে সফর করতে হবে।

এ ছাড়াও, মেট্রোর নিজস্ব অ্যাপে যাত্রীদের আলফা-নিউমেরিক পাসওয়ার্ড ভুলে গিয়ে লগ-ইন করার ক্ষেত্রে সমস্যা এড়াতে পাসওয়ার্ডের পরিবর্তে চার সংখ্যার পিন চালু করা হয়েছে। বিভিন্ন ব্যাঙ্কিং সংস্থার অ্যাপের মতোই কাজ করবে ওই চার সংখ্যার পিনও। চাইলে পুরনো ব্যবহারকারীরাও পাসওয়ার্ড ব্যবস্থার বদল করে নতুন চার সংখ্যার পিন ব্যবস্থার আওতায় আসতে পারবেন বলেও জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *