October 18, 2025
meghalay cm konorado sangma

আবারও বইছে রক্ত, পরিস্থিতি হয়ে উঠেছে গরম। এই পরিস্থিতিকেই ঠান্ডা করতে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আসাম-মেঘালয় সীমান্তে ফের রক্তাক্ত সংঘর্ষ। পশ্চিম কার্বি আংলং জেলায় সংঘটিত এক সহিংস ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। মণিপুরে দুই দিনের সফরের সময় ইমফলে মুখ্যমন্ত্রী সাংমা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটি আসাম ও মেঘালয়ের দীর্ঘদিনের সীমান্ত বিবাদের প্রতিফলন। আমরা আসামের সঙ্গে নিয়মিত সংলাপে রয়েছি সমস্যার স্থায়ী সমাধানের জন্য। আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি—সহিংসতা নয়, শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমেই সমাধান আসতে পারে।

ঘটনাটি ঘটে লাপাংআপ অঞ্চল সংলগ্ন এলাকায়। অভিযোগ, মেঘালয়ের কিছু কৃষক একটি বিতর্কিত অঞ্চলে ধান কাটতে গেলে আসামের তাপাত গ্রামের বাসিন্দারা তা আটকাতে যান। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা রূপ নেয় সহিংস সংঘর্ষে। এই ঘটনায় কার্বি জনগোষ্ঠীর এক ব্যক্তি নিহত হন, আহত হন বহু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *