December 6, 2025
WhatsApp Image 2024-08-06 at 6.34.04 PM

এইমুহূর্তে বাংলাদেশের অবস্থা অগ্নিগর্ভ হয়ে রয়েছে। প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে মানুষের। বাংলাদেশের চলমান বিক্ষোভের এই পরিস্থিতিতে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ছাত্র আন্দোলনের বিজয় উৎসবের নামে ইচ্ছামতো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার মত নিন্দনীয় অপরাধ করছেন সে দেশের কিছু মানুষজন।

এরইমধ্যে বাংলাদেশ থেকে ভারতের মধ্যে চলাচল করা একাধিক ট্রেন বাতিল করল ভারতীয় রেল। এমনিতে কলকাতা থেকে ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচ দিন যাতায়াত করে থাকে। কিন্তু গত ১৫ দিন ধরে বাতিল রয়েছে এই ট্রেন।

এমনকি আগামী দিনেও এই ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে ভারতীয় রেল। উল্লেখ্য বাংলাদেশ জুড়ে বিক্ষোভের পরিস্থিতি বাড়ার সাথে সাথে ইতিমধ্যেই সীমান্ত এলাকার যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন বাতিল করে দিয়েছে ভারতীয় রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *