বলিউডের বাদশা শাহরুখ খান আগামী ২ নভেম্বর ৬০ বছরে পা দিতে চলেছেন। প্রতি বছর তাঁর জন্মদিনে বান্দ্রার সমুদ্রতটবর্তী বাংলো ‘মন্নত’-এর সামনে হাজার হাজার অনুরাগী ভিড় করেন তাঁকে এক ঝলক দেখার আশায়। তবে এ বছর ‘মন্নত’-এ চলছে ব্যাপক সংস্কার ও পুনর্নির্মাণের কাজ, যার ফলে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছিল—জন্মদিনে কি এবার বাদশা আড়ালেই থাকবেন?
এই জল্পনার অবসান ঘটিয়ে শাহরুখ খান নিজেই জানিয়েছেন, “আমি জন্মদিনে মন্নতের ব্যালকনিতে আসব। আমার অনুরাগীদের সঙ্গে দেখা না করে থাকতে পারি না।” তিনি আরও বলেন, “সংস্কার কাজ চলছে ঠিকই, কিন্তু আমি জানি, আমার জন্মদিনটা শুধু আমার নয়, আমার ভক্তদেরও উৎসব।”
বর্তমানে শাহরুখ ও তাঁর পরিবার ‘মন্নত’-এর বাইরে একটি ভাড়ার ফ্ল্যাটে থাকছেন। তবে জন্মদিনের দিন তিনি যথারীতি ‘মন্নত’-এর ব্যালকনিতে এসে হাত নাড়বেন, চুম্বন ছুড়ে দেবেন, এবং তাঁর চেনা দুই হাত ছড়ানো পোজে দাঁড়িয়ে অনুরাগীদের শুভেচ্ছা গ্রহণ করবেন।
শাহরুখের এই ঘোষণা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভক্তরা উচ্ছ্বসিত, কারণ তাঁদের প্রিয় তারকা আবারও তাঁদের আবেগের মর্যাদা দিতে চলেছেন। প্রতি বছর এই দিনটি শাহরুখ অনুরাগীদের কাছে এক উৎসব, এক মিলনের মুহূর্ত। এবারও সেই ঐতিহ্য বজায় থাকছে।
