December 21, 2024

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ২০২৪ সালের শেষে এসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রস্তুতি।

এদিন বিচার ভবনের বিচারক ইডিকে আগামী বুধবারের মধ্যে সাক্ষীদের তালিকা তৈরি করার জন্য মৌখিক নির্দেশ দেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলের সম্পর্কে যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে।

ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ সহ আরও অনেকে রয়েছে অভিযুক্তর তালিকায়। সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫-এ ইডি মামলা থেকে জামিন পাবেন পার্থ, জানাল সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *