December 6, 2025
2

দীর্ঘদিন পর বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে সাফল্য পেল চুরাইবাড়ি থানার পুলিশ। উদ্ধার প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকার গাঁজা। জানা গেছে, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ আসাম অভিমুখী UP58AT/1128 নম্বরের একটি লরি চুরাইবাড়ি থানার সামনে আসলে কর্তব্যরত পুলিশ লরিটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায়।

তখন লরিতে থাকা দশটি ইলেকট্রিক ট্রান্সফর্মার থেকে ৯৬ প্যাকেটে ৯৬০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশ সুপার। এদিকে উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক সাড়ে তিন থেকে চার কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। 

আটক করা হয় লরি চালক আওদেশ কুমার ও সহ চালক প্রমোদ কুমারকে। উভয়ের বাড়ি বহিঃ রাজ্যের কানপুরে। ইতিমধ্যে ধৃত চালক ও সহ চালকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *