December 6, 2025
koholi 2

রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও এখনও তারা এক দিনের ক্রিকেটে খেলছেন। বছরশেষে দু’জনেরই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা এবং সেখানেই ভারতের দুই ক্রিকেটারকে বিদায় সংবর্ধনা দেওয়ার কথা ভেবেছে অস্ট্রেলিয়া। তাদের ধারণা, এই দুই ক্রিকেটার হয়তো আর অস্ট্রেলিয়ায় খেলতে যাবেন না।

ক্রিকেট অস্ট্রেলিয়ায় সিইও টড গ্রিনবার্গ জানিয়েছেন, রোহিত এবং কোহলিকে হয়তো শেষ বার তাদের দেশে খেলতে দেখতে পাবেন। আবার হয়তো সেটা না-ও হতে পারে। তবে যদি সেটা হয়, তবে তাদের দুর্দান্ত একটা বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য তৈরি থাকবেন তারা। আন্তর্জাতিক ক্রিকেটে ওদের দু’জনের অবদানকেই সম্মান জানানো হবে।

প্রসঙ্গত উল্লেখ্য কোহলিকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলারও প্রস্তাব দিয়েছেন গ্রিনবার্গ। আর এ ব্যাপারে বিসিসিআই-কে রাজি করতেও চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। তাঁর মতে, কোহলিকে বিগ ব্যাশ লিগে খেলতে দেখলে মানুষের মধ্যেও আগ্রহ  বাড়বে। গ্রিনবার্গের আরও জানান যদিও এই মুহূর্তে ব্যাপারটা সম্ভব নয়। তবে এ ধরনের একটা ইচ্ছা তাদের মধ্যে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *