December 6, 2025
bravo 2

কলকাতা নাইট রাইডার্সের গত আইপিএলের মেন্টর ছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ডোয়েন ব্র্যাভো। তবে এ বার অন্য  দায়িত্ব নিলেন ব্র্যাভো। তাঁকে মেন্টর থেকে হেড কোচের দায়িত্ব দেওয়া হল। ওয়েস্ট ইন্ডিজ়ের এই প্রাক্তন অলরাউন্ডার প্রশিক্ষণ দেবেন কেকেআরের আন্দ্রে রাসেল,  সুনীল নারাইনদেরকেই। কিন্তু আইপিএলে নয়।

ডোয়েন ব্র্যাভোকে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। তাঁকে নাইট কর্তৃপক্ষ ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব দিয়েছেন। এত দিন দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন ফিল সিমন্স। প্রাক্তন ক্রিকেটার বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের কোচ। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হল এবার ব্র্যাভোকে। এক্ষেত্রে উল্লেখ্য, গত বছর থেকে তিনি আবু ধাবি নাইট রাইডার্সেরও প্রধান কোচের দায়িত্বে রয়েছেন।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এই নতুন দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ব্র্যাভো। তিনি জানিয়েছেন, ত্রিনবাগো নাইট রাইডার্সের হেড কোচ হতে পেরে তিনি সম্মানিত।  দলটি তাঁর হৃদয়ের খুব কাছের। ব্যক্তিগত ভাবে প্রাক্তন কোচ ফিল সিমন্সকে ধন্যবাদ জানাতে চান তিনি। কারন গত কয়েক বছর তিনি প্রচুর পরিশ্রম করেছেন এই দলটার জন্য। সিমন্সের দায়বদ্ধতা ছিল দুর্দান্ত। এ বার সহকর্মীদের নিয়ে চ্যালেঞ্জ সামলাতে হবে তাঁকে। ত্রিনবাগো নাইট রাইডার্স চার চার বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ।  ২০২০ সালে শেষ খেতাব জিতেছে তারা। ক্রিকেটার হিসাবে গত বছরও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলেছিলেন ব্র্যাভো। এ বারও সে দলেরই হেড কোচের পাশাপাশি ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে কিনা তাও অনেকের প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *