December 6, 2025
CFGTFC 1

কেকেআর পঞ্চম ম্যাচ খেলতে নামছে লখনৌয়ের বিরুদ্ধে । গত চারটি ব্যাচের মধ্যে দুটি হাড় এবং দুটি ম্যাচে জয় পেয়েছে কলকাতা। পয়েন্টস টেবিলে বর্তমানে ৫ নম্বরে আছে কলকাতা এবং ৬ নম্বর রয়েছে লখনউ।নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকলেও একই অবস্থা লখনউয়ের চলতি আইপিএলের সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার, হয়ে উঠেছেন রিষভ পন্থ, অথচ তার পারফরম্যান্স নিয়ে বারবার সমালোচনা মুখোমুখি পড়তে হচ্ছে তার টিমকে।

তবে ঘরের মাঠে লখনউ কে হারাতে পারলে পয়েন্ট টেবিলে সুবিধাজনক ও গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারে কলকাতা। গত ম্যাচে হায়দ্রাবাদ এর বিরুদ্ধে ৮০ রানে বড় জয় পেয়ে্ছে নাইটরা।গত ম্যাচে ইডেনে স্পিন সহায়ক উইকেট পেয়েছিল কলকাতা। আশা করা হচ্ছে মঙ্গলবারও তেমনই উইকেট করে নিতে পাবে তারা।

এই ম্যাচেও তাই তিন জন স্পিনার নিয়েই খেলতে পারে নাইটেরা। সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তীর সঙ্গে তৃতীয় স্পিনার হিসাবে থাকতে পারেন মইন আলি। তিনি ব্যাটিংটাও ধরতে পারেন। তাই দলের ব্যাটিং গভীরতাও বাড়বে খেলার মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *