December 22, 2024

আর জি করের ঘটনায় “জাগো নারী জাগো” সংগঠনের CGO কমপ্লেক্স অভিযান। যেখানে সামিল আসা কর্মী, ডাক্তার, নার্স, মিড ডে মিল কর্মী, অঙ্গনারী কর্মী সহ বিভিন্ন স্তরের মহিলারা। এদিন বিভিন্ন স্তরের মহিলারা সল্টলেক করুণাময়ীতে জামায়েত হয়। সেখান থেকেই মিছিল করে ফিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেবে তারা।

আর জি করের ঘটনায় সিবিআই যে চার্জ সিট্ জমা দিয়েছিল আদালতে তা নিয়েই খুব প্রকাশ। চার্জ সিটে উল্লেখ করা হয় সিভিক ভলেন্টিয়ার এর কথা। আন্দোলনকারীদের  দাবি আর জি করের ঘটনা শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার এর পক্ষে ঘটানো সম্ভব নয়।

এর পিছনে বড় চক্র কাজ করছে। সঠিকভাবে তদন্ত করে সেই চক্রের সাথে যারা যুক্ত তাদেরকে সামনে আনতে হবে এই দাবি নিয়েই আজকের মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *