নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর ২০২৫ — ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন এশিয়া কাপ টি২০ ম্যাচ বাতিলের আবেদন খারিজ করে দিল ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জে কে মহেশ্বরী ও বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ আবেদনটি শুনতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “এটা তো ম্যাচ, চলুক।”
এই ম্যাচটি ১৪ সেপ্টেম্বর, রবিবার, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। জনস্বার্থে দায়ের করা এই আবেদনটি করেছিলেন চারজন আইন শিক্ষার্থী, যাঁদের নেতৃত্বে ছিলেন উর্বশী জৈন। তাঁদের যুক্তি ছিল, পহেলগাম সন্ত্রাসী হামলা ও ‘অপারেশন সিন্দুর’-এর পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ আয়োজন জাতীয় মর্যাদা ও জনমতের পরিপন্থী।
আবেদনকারীরা বলেন, “যখন আমাদের সৈনিকরা জীবন উৎসর্গ করছেন, তখন সেই দেশের সঙ্গে খেলাধুলা করা আমাদের শহিদদের প্রতি অসম্মান। এটি শহিদ পরিবারগুলোর আবেগেও আঘাত হানতে পারে।” তাঁরা আরও দাবি করেন, এই ম্যাচ দেশের স্বার্থ ও সেনাবাহিনীর মনোবলের পরিপন্থী।
আবেদনে বিসিসিআই-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। বলা হয়, বিসিসিআই “একটি জাতির মধ্যে আরেকটি জাতি”র মতো আচরণ করছে এবং জাতীয় দুর্যোগ ও জনদুঃখের প্রতি সংবেদনশীল নয়। ২০২৫ সালের ‘ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট’-এর আওতায় বিসিসিআইকে জাতীয় ক্রীড়া বোর্ডের অধীনে আনার দাবি জানানো হয়।
আদালত যদিও আবেদনকারীদের যুক্তিগুলি শুনেছে, তবু বিচারপতিরা বলেন, “ম্যাচ তো এই রবিবার। এখন কী করা যাবে? এটা তো ম্যাচ, চলুক।” ফলে ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
