আপনার পিএফ সংক্রান্ত কোনওরকমের সমস্যার জন্য আর দৌড়াদৌড়ি করতে হবে না। এখন মুঠো ফোনেই লুকিয়ে আছে সমস্যার। স্মার্টফোনে এক ক্লিকেই মিলবে পিএফ-এর যাবতীয় তথ্য, জেনে নিন সহজ উপায়। আজকের দিনে যদি আপনার হাতে থাকে একটি স্মার্টফোন, তা হলে প্রভিডেন্ট ফান্ড (PF) সংক্রান্ত কোনও সমস্যাই আর সমস্যার মধ্যে হবে না।
ঘরে বসেই জানতে পারবেন আপনার PF অ্যাকাউন্টে কত টাকা আছে, কখন জমা হয়েছে, মালিকপক্ষ নিয়মিত টাকা দিচ্ছে কিনা পিএফ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য আপনি আপনার মোবাইলে জানতে পারবেন। জলপাইগুড়ির PF অফিসের রিজনাল ওয়ান অফিসার পবন কুমার বানসাল জানিয়েছেন, অনেকেই আজও প্রভিডেন্ট ফান্ডের তথ্য জানতে অফিসে ছুটে আসেন।
বয়স্কদের জন্য দৌড়ে অফিসে আসা একটি বড় সমস্যা, একটি স্মার্ট ফোন থাকলে সকল সমস্যা সমাধান হয়ে যাবে হাতের মুঠোয়। আবার অনেক সময় সঠিক তথ্যের অভাবে হয়রানি হতে হয়। কিন্তু এখন এই সমস্ত তথ্য পেতে একটিমাত্র অ্যাপ বা ওয়েবসাইটই যথেষ্ট।বাড়িতে বসেই আপনার সব কিছু পিএফ এর তথ্য জানতে পারবেন।
