আজ থেকে প্রায় পাঁচ বছর আগে করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ বিশ্বজুড়ে রীতিমতো দাপিয়ে বেরিয়েছে করোনা মহামারী সংক্রামক ভাইরাস। মাঝের তিন বছর সেই আতঙ্ক কাটিয়ে উঠলেও ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। রাজ্যে নতুন করে ৪ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।
বাংলায় কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ১১ জন, জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা। অন্যদিকে, দেশের একাধিক রাজ্যেও গত কয়েকদিনে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত এই সংখ্যা হাজার ছাড়িয়েছে। এদিন সকাল পর্যন্ত করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,০০৯ জন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কেরলে এখনও পর্যন্ত আক্রান্ত ৪৩০, মহারাষ্ট্রে ২০৯, দিল্লিতে ১০৪। চলতি মরশুমে কোভিডে মৃত্যুর সংখ্যা ৭। করোনার নয়া সংক্রমণের মাঝেই জানা গিয়েছে, ভারতে খোঁজ মিলেছে এই সংক্রমণের নতুন ভ্যারিয়েন্টের। এনবি.১.৮.১ এবং এলএফ.৭-এর চার ধরনের ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে।
