December 6, 2025
dengu3

আচমকাই ছড়িয়ে পড়ছে সংক্রমণ। শুধু ছড়িয়ে পড়েছে তা নয় আক্রমণের সংখ্যা ছড়াচ্ছে হাজারেরও বেশি। মণিপুরে আরও ৩৯ জন ডেঙ্গি ভাইরাসে আক্রান্ত, যা এ বছরের মোট সংক্রমণের সংখ্যা ৫,১৬৬-এ পৌঁছে দিয়েছে, জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। রাজ্যের মালেরিয়া অফিসার এস. প্রিয়োকুমার সিং জানিয়েছেন, জাতীয় ভেক্টর বর্ন রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এর নির্দেশিকা অনুযায়ী গত ১১ মাস ধরে ডেঙ্গি নিয়ন্ত্রণে কাজ চলছে।

এ বছর ১০,৮৪৬ জনের মধ্যে ৫,১৬৬ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। রাজ্যে এই সময়ে বিষ্ণুপুর জেলায় একজন রোগীর মৃত্যু হয়েছে। গত বছরের তুলনায় (২০২৪) ডেঙ্গির সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে ২,৪৬৩টি কেস রিপোর্ট হয়েছিল এবং পাঁচজনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ফগিং, সচেতনতা ক্যাম্পেইন এবং অন্যান্য ভেক্টর কন্ট্রোল কার্যক্রম জোরদার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *