December 23, 2024

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। উত্তর থেকে দক্ষিণ, গোটা কলকাতা জুড়ে রয়েছে শত শত পুজো মন্ডপ। বিভিন্ন মেট্রো স্টেশনের কাছাকাছি রয়েছে বিখ্যাত সব পুজো। উত্তর থেকে দক্ষিণ, কোন মেট্রো স্টেশনের কাছে কোন পুজো হচ্ছে তার গাইড এক নজরে।

দমদম: দমদম পার্ক সর্বজনীন, সিঁথি সর্বজনীন এবং সিঁথির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাব। বেলগাছিয়া: দমদম পার্ক ভারতচক্র, টালা প্রত্যয়, টালা বারোয়ারি, শ্রীভূমি স্পোর্টিং। শ্যামবাজার: শ্যাম স্কোয়ার, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সর্বজনীন, ফ্রেন্ডস্‌ ইউনিয়ন।

শোভাবাজার সুতানুটি: কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সর্বজনীন, আহিরীটোলা সর্বজনীন, বেনিয়াটোলা সর্বজনীন। গৌরীবাড়ি, তেলেঙ্গাবাগান, কাশী বোস লেন, হাতিবাগান নবীনপল্লি। গিরিশ পার্ক: বিডন স্কোয়ার, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি, চালতাবাগান ইত্যাদি।

মহাত্মা গান্ধী রোড: মহম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার। সেন্ট্রাল: সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার, কাপালিটোলা ও লেবুতলা পার্ক। নেতাজি ভবন: পদ্মপুকুর বারোয়ারি সমিতি, ভবানীপুর দুর্গোৎসব, ভবানীপুর ৭৫ পল্লি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সঙ্ঘ, ৬৮ পল্লি, সঙ্ঘশ্রী ও সঙ্ঘমিত্র। 

যতীন দাস পার্ক: ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, বকুল বাগান সর্বজনীন। কালীঘাট: বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ৬৬ পল্লি, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, ট্রায়াঙ্গুলার পার্ক, হিন্দুস্তান পার্ক, সিংহি পার্ক, একডালিয়া। রবীন্দ্র সরোবর: মুদিয়ালি ও শিব মন্দির। মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ: হরিদেবপুর অজেয় সংহতি, বড়িশা ক্লাব, পল্লি উন্নয়ন সমিতি, ৪১ পল্লি। গীতাঞ্জলি বা নাকতলা: নাকতলা উদয়ন সঙ্ঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *