December 6, 2025
exam5

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। গত শুক্রবার প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিকের ফলাফল। সামনে আসে মেধাতালিকা সহ সকলের রেজাল্ট। তবে ফলাফল দেখে বহু পরীক্ষার্থী সন্তুষ্ট নন।

অনেকেই রিভিউ কিংবা স্ক্রুটিনি করতে দেওয়ার কথা ভাবছেন। এবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়ারা স্ক্রুটিনি ও রিভিউ দুইয়ের জন্য আবেদন করতে পারবে। তবে অনুত্তীর্ণদের কাছে কেবলমাত্র খাতা রিভিউয়ের বিকল্পই রয়েছে।

পর্ষদ জানিয়েছে, অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা খাতা পুনরায় মূল্যায়ন করাতে চাইলে তাঁদের বিষয় প্রতি ১০০ টাকা করে জমা করতে হবে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে নম্বর যাচাইয়ের ক্ষেত্রে প্রত্যেক বিষয়ের জন্য ৮০ টাকা করে দিতে হবে। মাধ্যমিকের রেজাল্টের জেরক্স, নাম, রোল নম্বর জানিয়ে স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবেদন জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *