টানা প্রবল বর্ষণে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে দেখা দিয়েছে তীব্র প্রাকৃতিক বিপর্যয়। উত্তরাখণ্ডের সাহস্রধারায় সোমবার গভীর রাতে একাধিক স্থানে মেঘভাঙা ঘটনার ফলে নদী ও জলাশয়ের জলস্তর হঠাৎ বেড়ে যায়। দেহরাদুন শহরে সাহস্রধারা নদী উপচে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। জলস্রোতের সঙ্গে ভেসে আসে প্রচুর পাথর ও কাদামাটি। এতে মূল বাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, হিমাচল প্রদেশের শিমলার হিমল্যান্ড অঞ্চলে ঘটে গেছে ভয়াবহ ভূমিধস। পাহাড় ধসে চাপা পড়ে একাধিক যানবাহন। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ায় সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে শিমলার যোগাযোগ ব্যবস্থা। হঠাৎ এই বিপর্যয়ে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে যাত্রীদের মধ্যে।
ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। এনডিআরএফ ও এসডিআরএফ – এর দল দুর্গত এলাকায় তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানিয়েছে প্রশাসন।
