তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী থেকে শুরু করে বিধবা ভাতা অন্যতম।
২০১৩ সালে যুবশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই স্কিমের অধীন বেকার যুবক যুবতীদের মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়। প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যায়। তবে ৬ মাস অন্তর উপভোক্তাকে সেলফ ডিক্লেয়ারেন্স দিয়ে জানাতে হয় সেই টাকা কীভাবে খরচ হয়েছে।
যুবশ্রী আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। একইসঙ্গে তাঁর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে। সেই সঙ্গেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তাঁর নাম নথিভুক্ত থাকতে হবে। অনলাইনেও এই কাজ করা যায়। এরপর যথাযথভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।