রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু শুক্রবার বিকেলে আসাম রাইফেলস ময়দানে ড্রোন শো পরিদর্শন করেন। সেখানে রাজ্যপাল ২১ সেক্টর আসাম রাইফেলস এবং ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। অন্যদিকে ড্রোন শো ও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। আসাম রাইফেলস ময়দানে এই বাহিনীর উদ্যোগে একটি ড্রোন শো এবং প্রদর্শনী আয়োজিত হয়।
এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এছাড়াও ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিং, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী সহ আরক্ষা এবং আসাম রাইফেলস বাহিনীর পদস্থ আধিকারিকগণ।
ড্রোন শো-তে আসাম রাইফেলস বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন ধরণের ড্রোন জরুরি প্রয়োজনে কিভাবে কাজ করে এবং সেনাবাহিনী এর উপর ভিত্তি করে কিভাবে অপারেশন সম্পূর্ণ করে তা উপস্থিত সকলের সামনে তুলে ধরা হয়। তাছাড়া প্রদর্শনীতে রাখা বিভিন্ন ড্রোনের বৈশিষ্ট্য নিয়ে আসাম রাইফেলস বাহিনীর আধিকারিকগণ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিদের অবগত করেন।
