December 6, 2025
mod2

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। মদ বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছে রাজ্য। তাই এবার নতুন বছরেই অর্থাৎ ২০২৫ সালে প্রত্যেক পঞ্চায়েতেই মদের দোকান খুলে নতুন রেকর্ড গড়তে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

নতুন বছরে রাজ্য সরকারের লক্ষ্য প্রত্যেক পঞ্চায়েতে অন্তত একটি করে মদের দোকান খোলা। রিপোর্ট বলছে গত বছর প্রত্যেক মাসে মদ বিক্রি করে আয় হয়েছে ১৮০০ কোটি টাকা। এবার ২০২৫ সালে সেই রেকর্ড ভাঙতে চাইছে রাজ্য! গোটা রাজ্যে সরকার অনুমোদিত এমন মদের দোকান রয়েছে মোট ৭ হাজার ৭৪৬ টি যার মধ্যে পঞ্চায়েত এলাকায় রয়েছে ৩ হাজার ৩৩৯ টি দোকান। 

যদিও এখনও পর্যন্ত সব মদের দোকান তৈরি হয়নি। এই কাজ শেষ হলে মদ বিক্রি করে আরও আয় বাড়বে বলেই আশাবাদী রাজ্য সরকার। আফগারি দপ্তর সূত্রে খবর গত ২৪ থেকে ৩১ ডিসেম্বর ৬৫৪ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *