বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে।
তার আগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার কজলিস্ট প্রকাশিত হল। কজলিস্ট অনুযায়ী, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে ডিএ মামলাটি উঠবে। ‘হাই অন বোর্ড’-এ সেই মামলা উঠতে চলেছে।
ডিএ মামলার সুপ্রিম শুনানি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, পাঁচ নম্বর কোর্টে ১৮ নম্বর থেকে মামলা রয়েছে। তিনি জানান, ডিএ মামলা রয়েছে ৫১ নম্বরে। এবারে শেষমেষ মামলা কোন মোড় নেয় সেদিকে তাকিয়ে সকলে।
