December 6, 2025
tram

দিন প্রতিদিন বদলাচ্ছে যুগ, যুগের সাথে সাথে বদলাচ্ছে নিয়ম। যুগের সাথেই তাল মেলাতে গিয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য। হারিয়ে যাচ্ছে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা। ইতিমধ্যেই রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয়েছে তারা কলকাতায় ট্রাম চালাতে বিশেষ আগ্রহী নয়।

হাতে গোনা রুটগুলি থেকেও ট্রাম পরিষেবা তুলে দিতে তৎপর হয়ে উঠেছে সরকার। একই সাথে আদালতের গড়ে দেওয়া কমিটির সুপারিশও উপেক্ষা করেছে। আদালতের নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা না করে মামলা চলাকালীনই কলকাতার একাধিক ট্রাম লাইন পুরো পিচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত কলকাতার রাস্তায় ট্রাম পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে এই খবর প্রকাশ্যে আসতেই চারিদিকে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। ‘কলকাতা ট্রাম ইউজ়ার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি দেবাশীষ ভট্টাচার্য এপ্রসঙ্গে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘রাজ্য সরকার যেভাবে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে জোর করে ট্রাম পরিষেবা তুলে দেওয়ার চেষ্টা করছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *