December 6, 2025
bhutan n bangladesh flg

দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে নেওয়া হলো আরো এক পদক্ষেপ, ভুটান ও বাংলাদশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে জয়গাঁও এবং চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের উন্নয়নের কাজে হাত দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তারপর থেকেই তরজা শুরু হয়েছে রাজ্য আর কেন্দ্রের মধ্যে।

সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি নিয়ে বিবাদ শুরু হয়েছে রাজ্য আর কেন্দ্রের মধ্যে। জমি মিলছে না বলে অভিযোগ তুলেছে দিল্লি। তবে এবার বোধহয় সেই সমস্যা মিটল। উল্লেখ্য, দু’টি বন্দরের উন্নয়নের জন্য প্রায় ২০০ একর জমি দরকার, যা নিয়ে এতদিন কেন্দ্রের সঙ্গে রাজ্যের আলোচনা চলছিল।

এবার প্রকল্পের জন্য জমি বরাদ্দ করল পশ্চিমবঙ্গ সরকার। এই নিয়ে সরকার ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে এক বৈঠকেও বসেছিলেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। উল্লেখ্য, এইমুহুর্তে কোচবিহার বিমান বন্দর থেকে নয় সিটের ফ্লাইট ওড়ে। তবে পরিকল্পনা রয়েছে, ২৬ বা ৪০ সিটের বিমান ওড়ানোর‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *